ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ভারতীয় সেনাপ্রধানের অফিস থেকে সরানো হলো আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি

প্রকাশিত: ২৩:২৬, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:২৭, ১৫ ডিসেম্বর ২০২৪

ভারতীয় সেনাপ্রধানের অফিস থেকে সরানো হলো আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি

দ্য হিন্দুর  এক প্রতিবেদনে বলা হয়,১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনী। সেখানে উপস্থিত ভারতের সেনা কর্মকর্তা জগজিৎ সিং অরোরার কাছে আত্নসমর্পন করেন পাকিস্তানি সেনা কর্মকর্তা জেনারেল নিয়াজী। আত্মসমর্পণের এই ঐতিহাসিক মুহুর্তের একটি ছবির পেইন্টিং গত পাঁচ দশক দেখা গেছে ভারতীয় সেনাপ্রধানের কার্যালয়ে।

 

প্রতিবেদন আরো বলছে, বিদেশি অতিথি ও বিদেশি সেনা জেনারেলদের স্বাগত জানানো হতো যে লাউঞ্জে সেখানেই পেছনের দেওয়ালে ঝোলানো থাকতো ছবিটি। কিন্তু সম্প্রতি দেখা গেছে সেখান থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। লাগানো হয়েছে নতুন ছবি। খবর দ্য হিন্দুর।

সম্প্রতি নেপালের সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের সাক্ষাতের সময় এই পরিবর্তন মিডিয়ার নজরে আসে।

সংবাদমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর প্রবল সমালোচনার ঝড় উঠে। ক্ষুব্ধ হন প্রবীন সেনাকর্তারা। অনেক সমালোচকের মতে, রাজনীতির ছোঁয়া রয়েছে এর পেছনে। বিজয় দিবসের আগে এই কাজটি কেন করা হয়েছে সেই প্রশ্নও উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, সম্ভবত ইন্দিরা গান্ধীর সাফল্যে ও ঐতিহ্য  থেকে দূরে সরে থাকতে এই নতুন পেইন্টিং লাগানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই। সাবেক এক ব্রিগেডিয়ার সংবাদমাধ্যমে বলেছেন, এই পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে সামরিক নেতৃত্ব কোনও আপত্তি করেননি। বরং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন।

 

ফুয়াদ

×