বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে সঠিকভাবে সরকার পরিচালনার সুযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার প্রশাসন যদি অনুরোধ করে তাহলে সেখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন। বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্ক। খবর আনাদোলু এজেন্সির।
আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ দিকে। রবিবার দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে তুরস্ক। এর দুদিন আগে সিরিয়ার রাজধানীতে গিয়েছিলেন দেশটির গোয়েন্দা প্রধান। এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগলুকে নতুন পদে দায়িত্ব দেন। আনাদোলু বলছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও অবস্থিত। ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পরে তুর্কি দূতাবাস কিছু সময়ের জন্য তাদের পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল।
মোহাম্মদ আলী