বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল বছরের বেশিরভাগ সময় ঘূর্ণিতে আটকা থাকার পর আবার সচল হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, ‘এ২৩এ’ হিমশৈলটি দক্ষিণ মহাসাগর এলাকা থেকে সরে অ্যান্টার্কটিকা মহাসাগরে প্রবেশ করবে। সেখানে উষ্ণ পানির সংস্পর্শে এসে হিমশৈলটি ভেঙে টুকরা টুকরা হয়ে গলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল বা ‘এ২৩এ’ নিজ অবস্থান থেকে আবারও সরে যাচ্ছে। ‘এ২৩এ’র আয়তন ৩,৮০০ বর্গকিলোমিটার, যা বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। এটি ৪০০ মিটার (১,৩১২ ফুট) পুরু। হিমশৈলটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও দ্রুতই উপকূলের ঠিক কাছে আটকে যায়। এটির পুরুত্ব এতটা বেশি নিচের অংশ ওয়েডেল সাগরের তলদেশে গিয়ে ঠেকেছিল। আর সেখানেই আটকে ছিল ৩০ বছরের বেশি। এরপর ২০২০ সালে এটি উত্তর দিকে সরে যেতে শুরু করে। কিন্তু বসন্তের শুরু থেকে দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে এসে ঘূর্ণাবর্তে আটকে থাকে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানিয়েছে, এটি এখন আরও উত্তর সরতে শুরু করেছে।
মোহাম্মদ আলী