মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মানহানির মামলা মীমাংসার জন্য দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার দিতে সম্মত হয়েছে। মামলায় অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন ধর্ষণের জন্য ট্রাম্প দায়ী। জর্জ স্টেফানোপোলাস চলতি বছরের ১০ মার্চ সাক্ষাৎকার নেওয়ার সময় বারবার এই মন্তব্য করেছেন, যেখানে তিনি এক কংগ্রেসওম্যানকে প্রশ্ন করছিলেন, কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন। খবর সিএনএনের। এদিকে অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প। অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চাই এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তা হলে আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা করব না। আমরা সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করব। ট্রাম্প বলেন, যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে, তাদের জন্য ব্যবসা-বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি। ওই সব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে। তিনি বলেন, অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যাই করতে হোক না কেন, করব। আমি কোনো পরোয়া করি না। যাই ঘটুক আমি তাদের বের করবই। আবারও আমি এটা একেবারে আইনের সীমার মধ্যেই করব, যদি নতুন ক্যাম্পেরও প্রয়োজন হয়। তবে আমি আশা করি, আমাদের এটার খুব বেশি প্রয়োজন হবে না।
মোহাম্মদ আলী