শুক্রবার বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে অভিযোগ করে যে, দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করার বিষয়ে এএপির (আম আদমি পার্টি) জড়িত থাকার প্রমাণসহ ৫,০০০ পৃষ্ঠার তথ্য জমা দেওয়া হয়েছে।
দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সাচদেবা জানিয়েছেন, তাদের কাছে আরও প্রমাণ রয়েছে এবং এই ভুয়া ভোটের সংখ্যা লক্ষাধিক। তিনি বলেন, “আমাদের বুথ-স্তরের এজেন্টরা দেখেছেন যে, গত ১০ বছরে পরিকল্পিতভাবে দিল্লির ভোটার তালিকায় অবৈধ অভিবাসীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”
বিজেপির অভিযোগ, একটি বড় সংখ্যক রোহিঙ্গা ও বাংলাদেশি নিজেদের পশ্চিমবঙ্গ থেকে আসা বাংলা ভাষাভাষী অভিবাসী হিসেবে পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। কিন্তু এরা ভারতীয় নাগরিক না হওয়ায় ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার অধিকার নেই।
সাচদেবার নেতৃত্বে প্রতিনিধি দলে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা, নিউ দিল্লির সংসদ সদস্য বনশ্রী স্বরাজ, রাজ্য সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তাল এবং বিজেপি নেতা ওম পাঠক উপস্থিত ছিলেন।
সাচদেবা বলেন, “এএপি রোহিঙ্গা ও বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে এবং তাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। বিজেপি নিশ্চিত করবে, কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি ভোট দিতে না পারে।"
তিনি আরও বলেন, "আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যেখানে একই নাম, বাবার নাম এবং ঠিকানা দিয়ে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। শুধু জানকপুর এলাকার জন্যই এমন ৫,০০০ পৃষ্ঠার তথ্য জমা দিয়েছি। এই ভুয়া ভোটারদের সংখ্যা লক্ষাধিক হতে পারে।"
বনশ্রী স্বরাজ অভিযোগ করেন, "এএপি দিল্লির মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের দিচ্ছে। বিজেপি নিশ্চিত করবে, যারা ভারতীয় নাগরিক নন তারা কোনোভাবেই ভোট দিতে না পারে।"
তবে আপ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে সপ্তাহের শুরুতে আপ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে অভিযোগ করেছিল যে, বিজেপি ইচ্ছাকৃতভাবে হাজার হাজার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
নাহিদা