ডাক্তার
আবেদন-নিবেদনের দিন শেষ! সরকারি ডাক্তারদের ফের হলফনামা দিতে বলছে স্বাস্থ্যভবন। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বলতে হবে, যারা সরকারের থেকে নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স (ভাতা) নিচ্ছেন তারা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন।
সরকারি হাসপাতালের বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা সরকারের কাছ থেকে নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স পান। যারা এই ভাতা নেন, তাদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা আইনত অপরাধ। তাদের হলফনামাও দিতে হয় যে সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনও হাসপাতাল অথবা নার্সিংহোম যুক্ত হবেন না। তারপরেও একাধিক ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ সামনে এসেছে। যেমন অভয়া-আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নেওয়ায় ৪১ সিনিয়র রেসিডেন্টকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিল স্বাস্থ্যভবন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র এস আর (সিনিয়র রেসিডেন্ট) নয়, যে সব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তাদেরই হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে। অন্যথায় তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্যদপ্তর।
এম হাসান