ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

সরকারি চাকরি পেতেই যুবককে অপহরণ করে বিয়ে করলেন তরুণী

প্রকাশিত: ১৫:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৪

সরকারি চাকরি পেতেই যুবককে অপহরণ করে বিয়ে করলেন তরুণী

বিয়ে। প্রতীকী ছবি

জীবনে উন্নতির স্বার্থে যে কোনও যুবকের স্বপ্ন একটা ভালো চাকরি। তা সরকারি হলে তো ‘সোনায় সোহাগা’। কিন্তু সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেতেই বিপদ নেমে এলো ভারতের বিহারের এক যুবকের জীবনে। 

তার অনুমতি ছাড়াই জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। অপহরণ করে বিয়ে দেওয়ার অভিযোগ অজ্ঞাতদের বিরুদ্ধে। প্রাণের ভয়ে বিয়েও করতে হলো তাকে। কিন্তু পাত্রীকে ঘিরেই রয়েথে আসল রহস্য।

বিহারের বেগুসরাই জেলার বাসিন্দা অবনীশ কুমার। সম্প্রতি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল হয়ে স্কুলশিক্ষকের চাকরি পেয়েছিলেন। 

অভিযোগ, ঘটনার দিন শুক্রবার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন যুবক। হঠাৎ প্রায় ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগে তার দিকে বন্দুক তাক করে গাড়িতে উঠতে বলে। জোর করে গাড়িতে তুলে নেয় অবনীশকে। গাড়ি সোজা গিয়ে থামে একটি মন্দিরের সামনে। সেখানেই আগে থেকেই লাল শাড়ি পড়ে বিয়ের সাজে হাজির এক পাত্রী। যুবককে বিয়ে করতে বলা হয়। রাজি না হলে অবনীশকে ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়।

তবে এখানে আছে টুইস্ট। বিয়ের জন্য অপেক্ষা করা পাত্রীর নাম গুঞ্জন। তিনি লখিসরাই জেলার বাসিন্দা। গুঞ্জনের অভিযোগ, অবনীশের সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করারও কথা ছিল যুগলের। কিন্তু যুবক চাকরি পেতেই সেই ‘ওয়াদা’ ভুলে যান বলে দাবি যুবতীর। কিন্তু ততদিনে গুঞ্জন তাঁদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দিয়েছেন। 

অবনীশের সঙ্গে ওই করুণী যোগাযোগ করতে না পেরে তুলে এনে জোর করেন। গুঞ্জন বলেন, আমাদের সংসার শুরু কথা ছিল। যে স্কুলে ও চাকরি পেয়েছে সেখানেও আমাকে নিয়ে যায়। কিন্তু আমি বাড়িতে বিষয়টি জানাতেই বিয়ে করতে অস্বীকার করে অবনীশ। এটা কী করে মেনে নেব?

এম হাসান

×