ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

গোয়াল ঘরের তালা কেটে আবারো গরু চুরি

নিজস্ব সংবাদদাতা, পটিয়াঃ

প্রকাশিত: ১০:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৪

গোয়াল ঘরের তালা কেটে আবারো গরু চুরি

চট্টগ্রামের পটিয়ায় গোয়াল ঘরের তালা কেটে আবারো ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কচুয়ায় ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার খামারী মিজানুর রহমানের গোয়াল ঘর থেকে এ গরু চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার সকালে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার মিজানুর রহমান দীর্ঘদিন গরুর খামার করে আসছিলেন। তার খামারে ৩টি বাছুর ও ১১টি গাভী ছিল। খামারের পিছনের দরজার তালা কেটে নিয়ে যায় তিনটি গরু। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।  খামারের ভিতরে একটি রুমে ঘুমে ছিল রাখাল জয়নাল আবেদীন। সংঘবদ্ধ গরু চোরচক্র মিজানের খামারের পিছনের দরজার তালা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে যায়।

খামারী মিজানুর রহমান জানিয়েছেন, তাদের খামারের পিছনে ঢুকে গোয়াল ঘরের তালা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ গরু চোর। 

পটিয়া উপজেলা খামার এসোসিয়েশনের সদস্য ডাক্তার  মোহাম্মদ এমরান জানিয়েছেন, এর আগেও পটিয়ায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ১২ নবেম্বর এক রাতে  খামারের ১৯টি গরু লুটের ঘটনা ঘটেছে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে। ব্যবস্থা নিতে  খামারীদের পক্ষ থেকে চট্টগ্রাম পুলিশ সুপারসহ উধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।

পটিয়া থানার এসআই নয়ন চাকমা জানিয়েছেন, খামারীর গরু চুরির খবর পেয়ে তিনিসহ ঘটনাস্থলে পুলিশের একটি টিম  খামার পরিদর্শন করেছেন এবং তদন্ত করছেন। 

জাফরান

×