ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

আরব কূটনীতিকদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক, নেপথ্যের কাহিনি কী?

প্রকাশিত: ০১:১৭, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪

আরব কূটনীতিকদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক, নেপথ্যের কাহিনি কী?

সংগৃহীত ছবি।

আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে সিরিয়া নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

 

১৪ ডিসেম্বর শনিবার জর্ডানের আকাবায় গোলটেবিল আলোচনায় বসেন তারা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর নতুন সরকারের ওপর পশ্চিমা প্রভাব বিস্তারই এর লক্ষ্য বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

 

এরইমধ্যে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) - সহ বিজয়ী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। 


বাইডেন এই সপ্তাহে সেখানে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে পাঠিয়েছেন। যাতে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনে নেয়া মার্কিন নীতির বিষয়ে সমর্থন আদায় করতে পারেন। ওয়াশিংটন মনে করছে, সিরিয়ার এই ক্রান্তিকালে তাদের নীতি পথ দেখাতে পারবে।

এদিকে সিরিয়ার উত্তরের প্রতিবেশী তুরস্ক আসাদকে সরাতে কয়েক বছর ধরে বিরোধীদের সমর্থন করে আসছে। তারাও চান দামেস্ককে তাদের প্রভাব বলয়ে নিয়ে আসতে। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, দামেস্কে তার দেশের দূতাবাস শনিবার থেকে কাজ শুরু করবে।


সিরিয়ার আরেক প্রতিবেশী জর্ডানের আকাবায় শনিবার ওই বৈঠক হয়। আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।


এই গোলটেবিল বৈঠকে ব্লিঙ্কেন, জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসন, ইইউর কাজা ক্যালাস, তুরস্কের ফিদান এবং জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। সেখানে সিরিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না।

আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাকে তারা সিরিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন।

এর আগে, আরব কূটনীতিকরা আলাদাভাবে বৈঠক করেন এবং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে সিরিয়ায় নির্বাচন আয়োজন করা এবং একটি নতুন সংবিধানের কথা বলা হয়েছে।

রিয়াদ

×