ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার

প্রকাশিত: ২৩:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৪

তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার

তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার

তেল-গ্যাসের নতুন মজুত আবিষ্কার করেছে পাকিস্তান। আবিষ্কার করে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)। সম্প্রতি লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এই তেল-গ্যাসের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

ওজিডিসিএল জানিয়েছে, এই নতুন কূপ থেকে দৈনিক ২ দশমিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব হবে। এই আবিষ্কার পাকিস্তানের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, এই এলাকায় আরও অনুসন্ধানমূলক খনন কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।

বেটানি-২ কূপের শতভাগ শেয়ারের মালিক ওজিডিসিএল। এই আবিষ্কার পাকিস্তানের গ্যাস ও তেলের মজুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

সূত্র: এআরওয়াই নিউজ
 

তাসমিম

×