ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন গোলান মালভূমি কী?

নিজস্ব সংবাদদাতা ,ফটিকছড়ি,চট্টগ্রাম।

প্রকাশিত: ২৩:৩০, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৪

সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন গোলান মালভূমি কী?

সিরিয়ার গোলান মালভূমি

সিরিয়ার দক্ষিণাঞ্চলের পাথরে মালভূমি গোলান হাইডস ৫০ বছরেরও বেশি সময় ধরে ইসরাইলের দখলে রয়েছে। গোলান হল সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় আঠারশ বর্গ কিলোমিটারের আয়তনে এক পাথরে মালভূমি।

এই এলাকাটি ইসরাইলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে । এ অঞ্চলটিকে রাজনৈতিক ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সালের ৬ ছয়দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমিজুড়ে ইসরাইলের উপর হামলা চালায় সিরিয়া কিন্তু ইসরাইল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের ১২০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়।

 এরপর ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সিরিয়া গোলানের দখল নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় । ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির শর্ত মেনে দুই পক্ষকে মালভূমির ৮০ কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বি এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয়। এই এলাকাটি পরিচিত এরিয়া অফ সেপারেশন নামে।

১৯৮১ সালে ইসরাইল গোলান মালভূমিতে নিজের নিয়ন্ত্রণের এলাকা বাড়ায় এবং নিজের নিয়ন্ত্রণের ভূমিতে বসতি গড়া শুরু করে ।গোলান মালভূমি  দখলে থাকার সময় ১৯৪৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়াল উত্তরাঞ্চলে নিয়মিত কামানের গোলা নিক্ষেপ করত ইসরাইল। এছাড়াও সিরিয়ার রাজধানি দামেস্ক গোলান থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে ্ফলে ইজরাইলের জন্য সেখানে নজর রাখা সম্ভব হচ্ছে।

এই মালভূমি সিরিয়ার হামলা থেকে ইসরাইলকে সুরক্ষা দেয়। হাজার ১৯৭৩ সালে যুদ্ধের সময় তারা এই সুবিধাটা পেয়েছিল এছাড়াও শুষ্ক অঞ্চলে গোলান মালভূমির পানির উৎস। এই এলাকায় ইসরাইল ছাড়াও লেবানন ও জর্ডানের সীমান্ত রয়েছে ।১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল গোলার মালভূমি দখলের পর অনেক সিরিয়ানকে এ মালভূমি ছেড়ে চলে যেতে হয় এখন সেখানে ত্রিশটিরও বেশি ইসরাইলি বসতি রয়েছে। যদিও আন্তর্জাতিক আইন হিসেবে এসব বসতি বেআইনি তবে ইসরাইল এসব মানতে নারাজ সেখানে ইসরাইলির আশপাশে বসবাস করছে ২০ হাজার সিরিয়াল নাগরিক যারা প্রধানত জু সম্প্রদায়ে।

সাইদুর

×