ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দুই বোনের এক প্রেমিক, একসঙ্গে সন্তানও নিতে চান দুজন 

প্রকাশিত: ২৩:২৯, ১৪ ডিসেম্বর ২০২৪

দুই বোনের এক প্রেমিক, একসঙ্গে সন্তানও নিতে চান দুজন 

দুই বোনের এক প্রেমিক, একসঙ্গে সন্তানও নিতে চান দুজন 

অস্ট্রেলিয়ার বাসিন্দা যমজ বোন আনা ও লুসি ডিসিঙ্ক। দুই বোনের জীবন যেন একই সুতোয় বাঁধা। একে অন্যের সঙ্গে সব কিছুই ভাগ করে নিতে অভ্যস্ত লুসি ও আনা, এমনকি নিজেদের প্রেমিককেও।

১১ বছর ধরে একজনের সঙ্গেই ডেট করেছেন দুই বোন। প্রেমিকের নাম বেন বায়ার্ন। একজন পুরুষকে ভাগ করে নিতে কোনও অসুবিধা হয় না তাদের। এমনকি এক দশক ধরে ডেট করার পর দুই বোনকে একসঙ্গে বাগ্‌দানের প্রস্তাব দেন বেন।

৩৫ বছরের লুসি ও আনা নিজেদের বিশ্বের সেরা ও অভিন্ন যমজ জুটি বলে মনে করেন। তারা ছোট থেকে একই পোশাক পরেন। দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করতে দু’জনেই একই ধরনের অস্ত্রোপচার করেছেন।

মজার বিষয় হলো, একে অপরকে ছেড়ে তারা থাকতে পারেন না। তাই একই বিছানায় ঘুমান দুই বোন। দুজনের জন্য একই খাবার রান্না হয় বাড়িতে। এমনকি তারা একই সময়ে পাশাপাশি দুটি বাথরুমে ব্যবহার করেন। স্নানের সময়ও দুই বোনের এক।

আনা ও লুসির পেশাও এক। এক জন বেতন নিলেও অন্য জন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন। টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে যমজ বোনরা জানান, দুজনের শরীর আলাদা হলেও তাদের সত্তা অভিন্ন। কথা বলার সময়ও তারা একে অপরের বাক্য সম্পূর্ণ করে দেন।

সামাজিমাধ্যমে বেনের সঙ্গে আলাপ হয় আনা ও লুসির। বেনও যমজ সন্তান। তার এক ভাই রয়েছে। আলাপ হওয়ার প্রথম ছয় মাস বেন এক বোনের সঙ্গে ডেট করেন। ঘনিষ্ঠতা গড়ালে পরে বেন দুই বোনের চিন্তাভাবনাকে সমর্থন করতে শুরু করেন। একসঙ্গে তিন জন জীবন কাটানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করে একটি চুক্তি করেন। পরবর্তী কালে আনা ও লুসি দু’জনেরই প্রেমিক হিসাবে তাদের বাড়িতে এসে থাকা শুরু করেন বেন।

দুই বোনের সঙ্গে একই বাড়িতে একই ঘরে দিন কাটানোর অভিজ্ঞতা কেমন? সেই অভিজ্ঞতার কথা খোলাখুলি জানিয়েছেন তিন জনই। বেন জানান, তিনি দুই বোনকেই সমানভাবে ভালবাসেন। দুই বোনের সঙ্গেই সমান আচরণ করেন। তিন জনের শোয়ার ঘর একই। একই বিছানায় রাত কাটান যমজ বোন ও তাদের প্রেমিক।

আনা ও লুসি জানিয়েছেন, তারা দু’জনে এক জন পুরুষকেই ভালবাসতে চেয়েছিলেন, কারণ তারা কখনওই পরস্পরের থেকে আলাদা হতে চান না। প্রেমিকের ভালবাসা ভাগাভাগি হলেও তাদের নিজেদের বন্ধন অটুট থাকবে সারা জীবন, এই ভাবনা থেকে এক প্রেমিকের সঙ্গেই থাকেন দুই বোন।

‘বেনের সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও ঈর্ষা নেই। যখন সে আনাকে চুমু খায়, তখন সে অবিলম্বে আমাকেও চুমু খায়’— টিভি অনুষ্ঠানে এসে অকপটে জানান লুসি। বেনও দুই প্রেমিকা নিয়ে সন্তুষ্ট।

তাসমিম

×