ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

লাল লিপস্টিক নিষিদ্ধ! চুল কাটলে সাজা মৃত্যুদণ্ড?

প্রকাশিত: ২১:৩২, ১৪ ডিসেম্বর ২০২৪

লাল লিপস্টিক নিষিদ্ধ! চুল কাটলে সাজা মৃত্যুদণ্ড?

লাল লিপস্টিক পরা, সরকারের অনুমোদিত চুলের স্টাইল না মানা, পশ্চিমা পোশাক পরা কিংবা বিদেশি সিনেমা দেখা—এসব ছোটখাটো কাজের জন্যও উত্তর কোরিয়ায় হতে পারে জেল, জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড। এ যেন এক দমবন্ধ জীবনের গল্প, যেখানে নাগরিকদের প্রতিটি পদক্ষেপ সরকারের নজরদারির আওতায় থাকে।

সরকারের বিধিনিষেধঃ উত্তর কোরিয়ায় নাগরিকদের জন্য রয়েছে কঠোর নিয়ম-কানুন। সরকারের অনুমোদিত ১৪টি চুল কাটার স্টাইলের বাইরে অন্য কোনো স্টাইল মানা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। জিন্স পরা, লাল লিপস্টিক ব্যবহার কিংবা পশ্চিমা সংস্কৃতি থেকে প্রভাবিত কোনো কিছুই নিষিদ্ধ।

দেশটির "বিউটি পুলিশ" এসব নিয়ম কার্যকর করতে কঠোর ভূমিকা পালন করে। অপরাধ ধরা পড়লে সঙ্গে সঙ্গে নেওয়া হয় ব্যবস্থা।

এছাড়া উত্তর কোরিয়াতে ছেলেদের নীল জিন্স পরাও নিষিদ্ধ। সে দেশের শাসকের দাবি, নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারের নিজস্ব "ইন্টারনেট" ব্যবস্থা রয়েছে, যেখানে শুধু প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তথ্য সরবরাহ করা হয়। কোনো বেসরকারি টিভি চ্যানেল নেই, আর সরকারি টিভি চ্যানেলে সারাদিন কিম পরিবারের প্রশংসামূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ। সরকারি চাকরির বেতন দিয়ে মাসে এক কেজি চালও কেনা সম্ভব নয়। পরিবারের আয়ের সিংহভাগই আসে নারীদের ছোটখাটো ব্যবসা থেকে।

উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের উদাহরণ। তবুও, দেশের জনগণ কি কখনও এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত হতে পারবে? এমন প্রশ্নই ঘুরপাক খায়।

রাজু

×