ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

তথ্য ফাঁসকারী ভারতীয় তরুণের রহস্যজনক মৃত্যু!

প্রকাশিত: ১৬:৪০, ১৪ ডিসেম্বর ২০২৪

তথ্য ফাঁসকারী ভারতীয় তরুণের রহস্যজনক মৃত্যু!

নিহত তরুণ সুচির বালাজি

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘ওপেন এআই’-এর সাবেক কর্মী এবং প্রতিষ্ঠানটির দুর্নীতির তথ্য ফাঁসকারী ভারতীয় এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে।  সান ফ্রান্সিসকো শহরের বুচানন স্ট্রিট এলাকায় নিজ ফ্ল্যাট থেকে  তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণের নাম সুচির বালাজি (২৬)। 

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি বলেছে, গত ২৬ নভেম্বর বালাজির মৃতদেহ উদ্ধার করে পুলিশ, তবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে- সে সম্পর্কিত কোনো তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করেনি পুলিশ। সান ফ্রান্সিসকো পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো তথ্য এখন পর্যন্ত তাদের হাতে নেই।

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ওপেন এআই বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে পরিচিত এবং জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটি এই কোম্পানিরই পণ্য। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুচির বালাজি ওপেন এআইয়ের কর্মী ছিলেন।

গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অনেকটা আকস্মিকভাবেই ওপেন এআইয়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটান বালাজি। সাক্ষাৎকারে তিনি বলেন চ্যাট জিপিটি প্রস্তুত ও বাজারজাতকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘণ করেছে ওপেন এআই।

সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদককে তিনি বলেছিলেন, “আপনি যদি ওপেন এআইয়ের কর্মী হতেন, তাহলে আমি যা জানি, তা জানার পর নিশ্চিতভাবেই আপনি সেই কোম্পানি থেকে পদত্যাগ করতেন। তারা যেভাবে ব্যবসা করছে, সেটি কোনোভাবেই ইন্টারনেট ইকোসিস্টেমের জন্য গ্রহণযোগ্য নয়।” ওই সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক বার্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন সুচির বালাজি। সর্বশেষ পোস্টে তিনি বলেছিলেন, বিভিন্নভাবে চ্যাট জিপিটিরও অপব্যবহার হচ্ছে, যা অদূর ভবিষ্যতে এই খাতের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে।

 
 

তাসমিম

×