ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

১৬ ডিসেম্বর সাবেক ফুটবলার হতে চলেছেন জর্জিয়ার রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৪:৩৭, ১৪ ডিসেম্বর ২০২৪

১৬ ডিসেম্বর সাবেক ফুটবলার হতে চলেছেন জর্জিয়ার রাষ্ট্রপতি

গেল অক্টোবর মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের পর থেকেই জর্জিয়ার জনগণ সরকারবিরোধী আন্দোলনে নেমেছে।২৮ নভেম্বর, সরকার ঘোষণা করে যে তারা ২০২৮ সাল পর্যন্ত ইইউ-এ যোগদানের আলোচনা স্থগিত রাখবে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা প্রতিবাদের মুখে দেশের প্রধান সড়কগুলোতে প্রতিদিন ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে মিছিল করছে।

অস্তিরতার মধ্যেই এমন এক সময়ে বিতর্কিত পার্লামেন্ট একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড়কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জর্জিয়া।

 

১৬ ডিসেম্বর বিতর্কিত জর্জিয়ান ড্রিম পার্টির প্রাক্তন এমপি এবং ম্যানচেস্টার সিটির প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।কাভেলাশভিলি একমাত্র প্রার্থী হলেও, বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। তারা সরকারকে অগণতান্ত্রিক ও রাশিয়াপন্থী বলে সমালোচনা করছে।

 

 

ফুয়াদ

×