ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

মেয়ের হেনস্তাকারীকে খুন করতেই কুয়েত থেকে এসেছিলেন বাবা

প্রকাশিত: ০৩:৪০, ১৪ ডিসেম্বর ২০২৪

মেয়ের হেনস্তাকারীকে খুন করতেই কুয়েত থেকে এসেছিলেন বাবা

ছবি: সংগৃহীত

প্রবাসী বাবা মেয়ের যৌন হয়রানির প্রতিশোধ নিলেন, অভিযুক্তকে হত্যা করে দেশে ফিরলেন। কুয়েতে বসবাসকারী আনজানেয়া প্রসাদ নামের এক ব্যক্তি ভারতে এসে তার মেয়েকে যৌনহয়রানি করার অভিযোগে অভিযুক্ত ৫৯ বছর বয়সী শ্বশুরকে হত্যা করে কুয়েতে ফিরে যান। পরে এক ভিডিও বার্তায় তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়ার জেলার একটি গ্রামে ঘটে। কাজের কারণে আনজানেয়া প্রসাদ ও তার স্ত্রী কুয়েতে বসবাস করতেন, আর তাদের ১২ বছর বয়সী মেয়ে অন্ধ্রপ্রদেশে খালার বাড়িতে থেকে পড়াশোনা করত। কিন্তু ওই সময় খালার শ্বশুর মেয়েটিকে যৌনহয়রানি শুরু করেন। মেয়েটি এরপর এই বিষয়টি তার মা-বাবাকে জানায়।

প্রবাসী বাবা জানান, তার স্ত্রীর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়, তবে পুলিশ অভিযুক্তকে শুধু মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেয়। এর পরপরই তিনি প্রতিশোধ নিতে কুয়েত থেকে ভারতে এসে মেয়ের হেনস্তাকারী শ্বশুরকে মারেন এবং পরদিন আবার কুয়েতে ফিরে যান।

একটি ভিডিও বার্তায় আনজানেয়া প্রসাদ এই হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, ‘গত ৭ ডিসেম্বর রাতে ওই হেনস্তাকারী বাড়ির বাইরে ঘুমাচ্ছিল, তখন ছুরি দিয়ে তাকে হত্যা করি। পুলিশ পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই নিজের হাতে বিচার করেছি।’

তবে পুলিশ ঘটনার পেছনে পারিবারিক বিরোধ এবং ষড়যন্ত্রের প্রেক্ষাপট থাকতে পারে বলে দাবি করেছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

নুসরাত

×