ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পুতিন!

প্রকাশিত: ১২:২৩, ১৩ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পুতিন!

পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পাননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, নভেম্বরে নির্বাচনের পরপরই আমন্ত্রণ পাঠানো হলেও এখনো নিশ্চিত নয়, শি জিন পিং এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না।

আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, ট্রাম্প সম্প্রতি শি’র সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। যদিও আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে কিছুই নিশ্চিত করেনি বেইজিং। 
 
ট্রাম্প প্রশাসনে নিয়োগ দেয়া হয়েছে চীনের প্রতি কঠোর অবস্থান নেয়া ব্যক্তিদের। এর মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও। এছাড়াও, ট্রাম্প প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

এতকিছুর পরও হোয়াইট হাউসের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। 
 
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। 

এসআর

×