ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

বর্ষসেরা টাইম ম্যাগাজিনের ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৩:১৭, ১৩ ডিসেম্বর ২০২৪

বর্ষসেরা টাইম ম্যাগাজিনের ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি।

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটি ট্রাম্পকে তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা  করে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই টাইম ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন ট্রাম্প।

পাঠকদের উদ্দেশে লেখা একটি চিঠিতে টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস বলেছেন, ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন, বিরল রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, মার্কিন প্রেসিডেন্সিকে নতুনভাবে গড়া ও বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের টাইমের বর্ষসেরা ব্যক্তি।

১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন এই বর্ষসেরা খেতাব দেওয়ার প্রথা চালু করে। তখন এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল। তারা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, তা ভালো বা খারাপ যা- ই হোক না কেন। এর আগে টাইমের এই বর্ষসেরা খেতাবজয়ীদের মধ্যে জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রয়েছেন।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে গতকাল উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে এই সম্মান উদযাপন করার কথা নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের। তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের সেখানে উপস্থিত থাকার কথা। এটি ট্রাম্পের দ্বিতীয়বারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব জয়। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রথমবারের মতো টাইমের বর্ষসেরা ব্যক্তি হয়েছিলেন।

রিয়াদ

×