ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

পদত্যাগ করব না,শেষ পর্যন্ত লড়াই করব

প্রকাশিত: ০০:৪১, ১৩ ডিসেম্বর ২০২৪

পদত্যাগ করব না,শেষ পর্যন্ত লড়াই করব

গণতন্ত্র রক্ষা করতে, সদ্য অভিশংসন থেকে রক্ষা পাওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল আবারও সামরিক আইন জারির পক্ষে কথা বলেছেন। তাছাড়া পদত্যাগ না করে শেষ পর্যন্ত লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে বিরোধী দল তাঁকে অভিশংসনের মুখোমুখি করার আরেকটি উদ্যোগ নিয়েছে। আগামী শনিবার পার্লামেন্টে এই প্রস্তাব তোলা হতে পারে। ইউনের নিজ দলের কিছু আইনপ্রণেতাও অভিশংসন প্রস্তাবের পক্ষে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন। এর মধ্যেই তিনি ভাষণে বললেন, পদত্যাগ করবেন না। 

এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, ‘আমাকে অভিশংসন করা হোক বা তদন্ত করা হোক না কেন আমি দৃঢ় অবস্থানে থাকব, শেষ পর্যন্ত লড়াই করব।

ফুয়াদ

×