সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ভারতের বিভিন্ন মসজিদ ও মন্দিরসহ সব উপাসনালয়ে আর জরিপ করা যাবে না। এ ছাড়া ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত কোনো মামলাও করা যাবে না।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এক নির্দেশনায় এসব কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভারতের উপাসনালয় আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দেন।
যতদিন আইনটির বৈধতা নিয়ে দায়ের করা আপিলের শুনানি চলবে, ততদিন নতুন কোনো মামলা করা উচিত হবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত। নিম্ন আদালতগুলোকে উপাসনালয়ের অবস্থা নিয়ে কোনো ধরনের রায় বা নির্দেশ দিতেও নিষেধ করা হয়েছে।
‘বাবরি মসজিদ-রাম মন্দির’ বিতর্ক চলার সময় ১৯৯১ সালে উপাসনালয় আইনটি পাস করা হয়েছিল। ওই আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট সম্প্রদায়গুলোর উপাসনালয় যে অবস্থায় ছিল, সেই অবস্থা বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।
ফুয়াদ