চলন্ত ট্রেনের ছাদে রিল বানাতে গিয়ে পড়ে গেলেন তরুণী
ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একজন পর্যটককে চলন্ত ট্রেনের ছাদে রিল ভিডিও বানাতে গিয়ে গাছের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যেতে দেখা গেছে।
দ্য সানের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার শ্রীলঙ্কার একটি ট্রেনের ছাদে ওই ভিডিও বানাতে গিয়ে এমন ঘটনা ঘটে। চীন থেকে ওই পর্যটক সেখানে ঘুরতে গিয়েছিলেন।
ওই চীনা তরুণী পর্যটক শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে একটি চলন্ত ট্রেনের ছাদে গিয়ে ভিডিও বানানোর সময় হঠাৎ করে একটি গাছের ঝোপের সঙ্গে বাড়ি খায়। এতে সে সঙ্গে সঙ্গেই ছাদ থেকে পড়ে যায়।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি পরের স্টেশনে থামলে কয়েকজন যাত্রী ওই তরুণী পর্যটককে সাহায্যের জন্য দুর্ঘটনা স্থলে যায়। তারা সেখানে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী গাছের সঙ্গে বাড়ি খেয়ে একটি ঝোপের মধ্যে পড়ে যায়। ফলে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
তাসমিম