ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এ অভিযান শুরু হয়।
বুধবার(১১ ডিসেম্বর) নয়াদিল্লি পুলিশের কর্মকর্তারা শহরের কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্যে দিয়ে এ বিশেষ অভিযান শুরু করে।
পুলিশ জানায়, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে যারা সরকারি নথিপত্র গ্রহণ করেছে তা বাতিল করতে এই অভিযান পরিচালনা করছেন।
দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানায়, যাদের সঠিক নথিপত্র নেই তাদের থানায় তলব করা হয়েছে। যদি তাদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী থাকে তাহলে নির্বাসিত করা হবে। অনুপ্রবেশকারী থাকতে পারে এমন সন্দেহভাজন এলাকাতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটা আমাদের দৈনিক কাজের মধ্যেই পড়ে। বাংলাদেশি কিংবা নাইজেরিয়ার নাগরিক হোক, অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাকে নির্বাসিত করার নজির রয়েছে ভারতের।
সম্প্রতি দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে অতঃপর দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোর দাবি জানানো হয়।
সাইদুর