ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মাইলফলকে পৌঁছালেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার (১১ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্সে এই তথ্য জানানো হয়েছে।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্কের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরইমধ্যে ইতিহাসের নতুন মাইলফলকে প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন তিনি।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি তার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। স্পেস এক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রিতে তার সম্পদে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে স্পেস এক্সের মোট মূল্যমানও প্রায় সাড়ে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
শুধু তাই নয়, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও বুধবার সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। সেই সুবাদে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদের নতুন এক রেকর্ড।
প্রথমবারের মতো তিনি বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছেন। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ৫০০ ব্যক্তির মোট সম্পদের মূল্যমান গত বছরের জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সমান। ব্লুমবার্গ বলেছে, চলতি বছরের শুরুর দিকে মাস্কের মোট সম্পদে নতুন করে যোগ হয়েছে প্রায় ২১৮ বিলিয়ন মার্কিন ডলার; যা বিশ্বের শীর্ষ ওই ধনী ব্যক্তিদের যেকোনও সদস্যের চেয়ে বেশি।
মাস্কের সম্পদের সিংহভাগ গড়ে দেওয়া টেসলার শেয়ারের দাম এই বছর ৭১ শতাংশ বেড়েছে। বুধবার মার্কিন শেয়ার বাজারে টেসলার শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৪২৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
তাবিব