ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতা ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভার পয়েন্ট অব অর্ডার উত্থাপন করে এই দাবি জানান।
ডেরেক ও’ব্রায়েন রুল-২৫১ উদ্ধৃত করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সংসদে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়া।
তবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে বিবেচনা না করে তাকে কথা বলার অনুমতি দেননি। এর ফলে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা রাজ্যসভায় স্লোগান দেন।
পরে সংসদের বাইরে তৃণমূলের উপনেতা সাগরিকা ঘোষ বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর সংসদে বিবৃতি দেওয়া উচিত।
তিনি আরও বলেন, তাদের দল বাংলাদেশের জনগণ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নিপীড়নের অভিযোগে ভারত উদ্বেগ প্রকাশ করে আসছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা জরুরি।
এম.কে.