ফ্রান্সে অবসরপ্রাপ্ত এক ব্যক্তির ১০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন এই অভিযুক্ত ৫০ জন পুরুষ।
এই তালিকায় তরুণ, বৃদ্ধ কৃষাঙ্গ, শেতাঙ্গ ছিলো যাদের মধ্যে কেউ দমকলকর্মী, কেউ গাড়িচালক, কেউ সেনা, কেউ বা নিরাপত্তারক্ষী, এমনকি একজন সাংবাদিক ও ডিজে আছেন।
৭২ বছর বয়স্ক ডমিনিক পেলিকোতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্রথমে তার স্ত্রী জিজেল পেলিকোতকে মাদকের নেশায় অচেতন করতেন, এরপর অন্য পুরুষ দিয়ে তাকে ধর্ষণ করাতেন। ধর্ষণ করানোর জন্য অনলাইনে লোক খুঁজতেন ডমিনিক।
১০ বছর ধরে ৯২ বার এভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন স্ত্রী জিজেল। ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন। ঘটনাটি যেখানে ঘটেছে, সেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাভিগনোনে গত সেপ্টেম্বর থেকে এই মামলায় ডমিনিকের বিচার চলছে।
বিবিসি জানায়, আগামী সপ্তাহে মামলার বিচার শেষে অভিযুক্তদের সাজার রায় হতে পারে। দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে ৫০ জন পুরুষের কারাদণ্ডের মেয়াদ হবে ৬০০ বছরের বেশি।
ফুয়াদ