ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন এফবিআই প্রধান

প্রকাশিত: ১৩:৪২, ১২ ডিসেম্বর ২০২৪

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই পদত্যাগ করবেন এফবিআই প্রধান

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর তার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আসবে। এর অংশ হিসেবে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এফবিআই এর অভ্যন্তরীণ এক বৈঠকে বুধবার (১১ ডিসেম্বর) রে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ব্যুরোর জন্য সঠিক কাজ হবে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা এবং এরপর পদত্যাগ করা। সেসময় রে'কে সম্মান প্রদর্শন করে তার সহকর্মীরা। এ সময় তাদের সহকর্মীদের কাঁদতে দেখা যায়।

ক্রিস্টোফার রে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পর ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে নিযুক্ত হন। তবে তার কার্যকাল জুড়ে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। এক পর্যায়ে রে ট্রাম্পের বিরোধী শিবিরে পরিণত হন এবং ট্রাম্প তাকে এফবিআই প্রধান হিসেবে অপছন্দ করেন। সম্প্রতি ট্রাম্প রে-এর পদত্যাগকে "আমেরিকার জন্য একটি চমৎকার দিন" হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, ট্রাম্প তার প্রশাসনের নতুন এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলকে মনোনীত করেছেন। প্যাটেল, যিনি এফবিআই-এর কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্যাটেল বলেন, "সিনেটরদের পরামর্শ এবং সম্মতির মাধ্যমে আমি তাদের আস্থা অর্জন করতে চাই। যাতে এফবিআই-এর আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধার করা সম্ভব হয়।"

এফবিআই প্রধান পদে প্যাটেল নিযুক্ত হলে, তিনি ডিপ স্টেট নির্মূল করার লক্ষ্যও নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন। এটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এফবিআই-এর কার্যক্রমে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা না হলেও, ২০ জানুয়ারির পর নতুন প্রশাসন কার্যক্রম শুরুর সাথে সাথে এফবিআই প্রধানের পদে প্যাটেল নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

আশিকুর রহমান

×