ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে, দাবি বিএসএফের

প্রকাশিত: ১৩:১৩, ১২ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে, দাবি বিএসএফের

শীতের সময় ঘন কুয়াশার সুযোগ নিয়ে এবং জলসীমান্তের নদীগুলোর জলস্তর কমে যাওয়ার কারণে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে বলে দাবি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। তারা জানিয়েছে, এই পরিস্থিতি এখন তাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শীতের শুরুতে সন্ধ্যা নামলে ঘন কুয়াশার কারণে সীমান্ত এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এর ফলে কয়েক ফুট দূরের বস্তু দেখাও কঠিন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশি নাগরিকরা কাঁটাতারের ফাঁক বা অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছেন বলে দাবি তাদের।
ভারতীয় গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, অনুপ্রবেশের ক্ষেত্রে দালালদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পর্যন্ত নিয়ে যেতে দালালরা সাহায্য করে। সীমান্ত পেরোনোর পর, ভারতের দালালদের সহায়তায় অনুপ্রবেশকারীরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুণ করা হয়েছে। নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি, থার্মাল ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। 
বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, আগস্টের পর থেকে বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে আসার প্রবণতা বেড়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার কারণেই অনেকে সীমান্ত পেরোতে বাধ্য হচ্ছেন। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নাহিদা

×