তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্যই বাংলাদেশ দখল করা যথেষ্ট। গোটা ভারতবর্ষের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস বুধবার (১১ ডিসেম্বর) এই মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, “বর্ডার খুলে দিন ১৫ মিনিটের জন্য, পুলিশ বা কোনো বাহিনী ছাড়াই আমরা পশ্চিমবঙ্গের মুসলমানরা বাংলাদেশ দখল করে নেব।”
টিংকু বিশ্বাস আরও বলেন, “যে জাতি তাদের নিজ জাতির পিতাকে চেনে না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।”
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে প্রতিবেশী ভারতের রাজনীতিকদের বিতর্কিত মন্তব্যের ধারাবাহিকতায় এই মন্তব্য এসেছে। বিশেষত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রায়ই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। এবার মমতার দলের এক জেলা পর্যায়ের নেতা এমন হুমকি দিলেন।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে এবং যারা ফিরতে চান তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে। তবে, মমতা দাবি করেন, কিছু ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও প্রচার করছে।
এই মন্তব্য ও বক্তব্যের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
নাহিদা