ছবি সংগৃহীত
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের বরাত দিয়ে এই তথ্য জানা যায়।
তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $৪০০ বিলিয়ন সম্পত্তি অর্জন করেছেন । মাস্কের এই বিরল আর্থিক সাফল্যের মূল কারণ তার দুটি প্রধান কোম্পানি: টেসলা এবং স্পেসএক্স । সম্প্রতি এই দুই কোম্পানির উল্লখযোগ্য শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
টেসলার শেয়ার মূল্য অত্যধিক বেড়েছে , সেই সাথে স্পেসএক্সের মূল্য বর্তমানে প্রায় $৩৫০ বিলিয়ন। স্পেসএক্সে মাস্কের ৪২% অংশীদারি এই দানবীয় আর্থিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও ফোর্বস তার মোট সম্পত্তি $৩৬৮ বিলিয়ন হিসেবে হিসাব করেছে। তবে, ব্লুমবার্গের প্রতিবেদনে মাস্কের সম্পদ প্রায় $৪৪০ বিলিয়ন বলে চিহ্নিত হয়েছে।
এছাড়াও, টেসলার বর্তমান মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় $১.৩১৫ ট্রিলিয়ন। যা মাস্কের সম্পদের পরিমাণ আরও বাড়িয়েছে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা AI-র মূল্যও এই বছর দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $৫০ বিলিয়নে। মাস্কের এই আর্থিক উত্থান তার রাজনৈতিক ভূমিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কারণ তিনি ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারণার এক বড় সমর্থক। যার ফলে তার ব্যবসার জন্য অনুকূল বাজার পরিস্থিতি তৈরি হয়েছে।
আশিকুর রহমান