ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বজুড়ে ২০২৪ সালে ভাঙা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডগুলো

প্রকাশিত: ১১:০৪, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:০৭, ১২ ডিসেম্বর ২০২৪

বিশ্বজুড়ে ২০২৪ সালে ভাঙা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডগুলো

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা ঘটনাগুলো বরাবরই নজরকাড়া। ২০২৪ সালেও এমন অনেক রেকর্ড গড়ে উঠেছে। দেখে নেওয়া যাক কয়েকটি উল্লেখযোগ্য কীর্তি:

১. বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ কুকুর
আইওয়া, যুক্তরাষ্ট্রের কেভিন নামের একটি গ্রেট ডেন কুকুর জুন ২০২৪-এ গিনেস স্বীকৃতি পায় বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ কুকুর হিসেবে। তার উচ্চতা ছিল ০.৯৭ মিটার (৩ ফুট ২ ইঞ্চি)। তবে দুঃখজনকভাবে, এই স্বীকৃতি পাওয়ার কিছুদিন পরই অসুস্থ হয়ে অস্ত্রোপচারের সময় কেভিন মারা যায়।

২. সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্ল্যাঙ্ক পোজ (নারী)
কানাডার ৫৮ বছর বয়সী ডোনা জিন ওয়াইল্ড মার্চ ২০২৪-এ ৪ ঘণ্টা ৩০ মিনিট ধরে প্ল্যাঙ্ক ধরে রেখে আগের রেকর্ড ভেঙেছেন। এটি আগে ২০১৯ সালে ডানা গ্লাওয়াকা ৪ ঘণ্টা ২০ মিনিটে করেছিলেন।

৩. সবচেয়ে লম্বা চুলের কিশোর
দক্ষিণ ডাকোটার ১৬ বছর বয়সী রুবেন লুকস টুইস জুন ২০২৪-এ সবচেয়ে লম্বা চুলের কিশোর হিসেবে গিনেস স্বীকৃতি পান। তার চুলের দৈর্ঘ্য ছিল ১৬১ সেমি (৫ ফুট ৩.৩ ইঞ্চি)।

৪. কেপটাউন থেকে কায়রো পর্যন্ত দ্রুততম পদযাত্রা (পুরুষ)
৫৭ বছর বয়সী কিথ বয়েড মাত্র ৩০১ দিনে আফ্রিকার ৮,০০০ মাইল (প্রায় ১২,৮৭৪ কিমি) পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ৩১৮ দিনের।

৫. ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস
২০২৪ সালে স্পেন তাদের চতুর্থ শিরোপা জিতে পুরুষদের ইউরো টুর্নামেন্টে সবচেয়ে সফল দল হয়ে উঠেছে। এছাড়াও লামিন ইয়ামাল ১৬ বছর বয়সে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন।

৬. ট্যুর ডি ফ্রান্সে সর্বাধিক স্টেজ জয়
ব্রিটিশ সাইক্লিস্ট মার্ক ক্যাভেন্ডিশ ২০২৪ সালে তার ৩৫তম স্টেজ জয় করে ১৯৭৫ সালের এডি মার্কসের ৩৪টি স্টেজ জয়ের রেকর্ড ভেঙে দেন।

৭. বিশ্বের সবচেয়ে বড় জিনোম
ফর্ক ফার্ন নামক গাছটিকে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বড় জিনোমধারী উদ্ভিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর জিনোম ১৬০.৪৫ বিলিয়ন বেস পেয়ার দীর্ঘ।

৮. সবচেয়ে দ্রুত নারীদের ম্যারাথন
কেনিয়ার রুথ চেপনগেটিচ ২০২৪ সালের শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৯ মিনিট ৫৬ সেকেন্ডে দৌড় সম্পন্ন করে নতুন রেকর্ড গড়েন।

৯. সবচেয়ে লম্বা ম্যাচস্টিক ভাস্কর্য
ফ্রান্সের রিচার্ড প্লড জানুয়ারিতে ৭.১৮ মিটার (২৩ ফুট ৬ ইঞ্চি) লম্বা একটি ম্যাচস্টিকের আইফেল টাওয়ার তৈরি করে রেকর্ড গড়েন।

১০. বিশ্বের সবচেয়ে লম্বা বাগেট
মে ২০২৪-এ ফ্রান্সের সুরেসনসে ১২ জন বেকার ১৪০.৫৩ মিটার লম্বা বাগেট বানিয়ে আগের রেকর্ডটি ভেঙে দেন।

এগুলো শুধুমাত্র ২০২৪ সালের কৃতিত্বের একটি ছোট্ট ঝলক। মানব মেধা ও দক্ষতার এমন চমকপ্রদ উদাহরণ আমাদের মুগ্ধ করে।

নাহিদা

×