ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

প্রকাশিত: ১০:৩৩, ১২ ডিসেম্বর ২০২৪

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ফিফা নিশ্চিত করেছে যে ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো।

এছাড়াও, ২০৩০ সালের টুর্নামেন্টের তিনটি ম্যাচ আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপের শতবর্ষ উদযাপনকে স্মরণ করবে।
ফিফার এক বিশেষ কংগ্রেস সভায় বুধবার এই দুটি বিশ্বকাপের আয়োজক নিশ্চিত করা হয়। সভায় ফিফার ২১১টি সদস্য দেশ ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেয়।

সিদ্ধান্ত গ্রহণের সময় দুই ধাপে ভোট হয়। প্রথম ধাপে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনাকে শতবর্ষ উদযাপনের আয়োজক হিসেবে নির্বাচন করা হয়। দ্বিতীয় ধাপে ২০৩০ সালের জন্য স্পেন, পর্তুগাল এবং মরক্কোকে এবং ২০৩৪ সালের জন্য সৌদি আরবকে আয়োজক হিসেবে চূড়ান্ত করা হয়।

ভোটগ্রহণের আগে ফিফার সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেন, "সব ২১১টি সদস্য দেশ ইতিমধ্যেই তাদের ভোট প্রদান করেছে।"
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, তারা স্পেন/পর্তুগাল/মরক্কো এবং সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন প্রস্তাবকে সমর্থন করেছে। তারা আরও জানায়, "সৌদি বিশ্বকাপে সব সমর্থক নিরাপদ এবং স্বাগত থাকবে" বলে তাদের কাছে আশ্বাস এসেছে।

নরওয়ে ভোট থেকে বিরত থাকে। তারা জানায়, তাদের সিদ্ধান্ত সৌদি আরবের প্রতি নয়, বরং ফিফার বিশ্বকাপ আয়োজন প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কারণে।
সৌদি আরবের মানবাধিকার রেকর্ড এবং "স্পোর্টসওয়াশিং"-এর অভিযোগ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ড্যানিশ ফুটবল ইউনিয়ন (ডিবিইউ) জানায়, তারা বিশ্বকাপ আয়োজনের সামগ্রিক প্যাকেজকে সমর্থন করেছে, তবে চায় ফিফা সৌদি আরবে মানবাধিকার উন্নয়নের ওপর নজর রাখুক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরও ২১টি সংগঠন এক যৌথ বিবৃতিতে জানায়, সৌদি আরবকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ায় ফিফা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শ্রম অধিকার ও ক্রীড়া বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, "সৌদি আরবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিশ্বকাপ আয়োজন করা মানে শ্রমিকদের শোষণের ঝুঁকি বাড়ানো।"
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সমালোচনার জবাবে বলেন, "আমরা সমালোচনা এবং আশঙ্কা সম্পর্কে সচেতন এবং আমাদের আয়োজকদের ওপর আস্থা রাখছি।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও মানবাধিকারের ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই আমাদের প্রত্যাশা।"
২০৩৪ সালের বিশ্বকাপের জন্য সৌদি আরবে ১৫টি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে মাত্র চারটি ইতোমধ্যেই তৈরি হয়েছে।

এই টুর্নামেন্ট নিয়ে বিতর্ক থাকলেও আয়োজক দেশগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে।

নাহিদা

×