সিরিয়ার পতিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি কারদাহায় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে। ফুটেজে দেখা যায়, সশস্ত্র বিদ্রোহী এবং স্থানীয় বাসিন্দারা পুড়ে যাওয়া সমাধি পর্যবেক্ষণ করছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে যে বিদ্রোহীরা লাতাকিয়া প্রদেশে অবস্থিত ওই সমাধি পুড়িয়ে দিয়েছে। লাতাকিয়া প্রদেশ আসাদের আলাউই সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত।
এএফপি-র প্রকাশিত ফুটেজে সমাধির ক্ষতিগ্রস্ত অবস্থা স্পষ্ট হয়, যেখানে হাফেজ আল-আসাদের সমাধি সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
ওই সমাধিতে আসাদ পরিবারের অন্যান্য সদস্যের দেহাবশেষও রয়েছে, যার মধ্যে বাশার আল-আসাদের ভাই বাসেল আল-আসাদ রয়েছেন। বাসেল ১৯৯৪ সালে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাকে পরবর্তী উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছিল।
রবিবার, ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দ্রুত হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ শহর দখল করে এবং দামেস্ক পর্যন্ত পৌঁছে যায়। এতে বাশার আল-আসাদ তার অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হন, যার ফলে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের সমাপ্তি ঘটে।
সূত্র: বিবিসি
নাহিদা