কলকাতার 'মিনি বাংলাদেশ' নামক এলাকার ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচারের ফলে বাংলাদেশি পর্যটকদের মধ্যে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ব্যবসায়ী সমিতিগুলো সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একমত হয়। এই এলাকার হোটেলগুলোতে, যেখানে সাধারণত বাংলাদেশি পর্যটকরা থাকেন, বর্তমানে মাত্র ১০-১৫% কক্ষ ব্যবহৃত হচ্ছে।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, “অনেক নিয়মিত দর্শনার্থী যারা চিকিৎসার জন্য আসতে চান, তারা নিরাপত্তার কারণে তাদের ভ্রমণ স্থগিত করেছেন। অনেক পর্যটক যারা তাড়াহুড়ো করে ফিরে গেছেন, তারা প্রতিক্রিয়ার আশঙ্কা করেছিলেন। আমরা তাদের আশ্বস্ত করেছি যে তারা কলকাতা এবং ভারতের যে কোনো জায়গায় সম্পূর্ণ নিরাপদ।” এই উদ্যোগ মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং কাইড স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথা জানিয়েছে।
সূত্র: ঢাকা ট্রিব্রিউন
নাহিদা