চিকেন নেক
হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হলে, ভারতের মূল ভূখন্ড থেকে সেভেন ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। তবে, বিশ্লেষকেরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে এটা নিয়ে শঙ্কিত হওয়ারও কোন কারণ নেই।
চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূরাজনীতিতে ও অর্থনৈতিক দিক থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থল পথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক করা। ভারতের মূল ভূখন্ডের সাথে উত্তর ভূখন্ডের একমাত্র মাধ্যম এই করিডোর।
চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ। আবার এখান থেকে স্বল্প দুরত্বে রয়েছে ভুটার ও চীনের সীমান্ত। ২২ কিলোমিটার প্রস্থে করিডোটি ভারতের অখন্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন কারণে এটি হাত ছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যে কারণে এটি সব সময ভারতের মাথা ব্যাথার কারণ।
নিরাপত্তা বিশ্লেষক কর্ণেল (অব.) মোহাম্মদ আবদুল হক বলেন, ভারত যদি আমাদের সাথে উল্টাপাল্টা করে করে। তাহলে আমরা সরাসরি নেক কেটে দেব। এটাই তাদের যত ভয়। আর সেজন্যই হাসিনাকে তারা দীর্ঘ ১৫ বছর লালন পালন করেছে। আর এই দেশকে তারা দখল করতে চেয়েছে।
তিনি আরোও বলেন, ভারতের অধিকাংশ যে বিষয়গুলো নিয়ে বিরোধ ছিল। তার অধিকাংশই ছিটমহলের মাধ্যমে সমাধান হয়েছে।
মাহমুদুর রহমান মান্না বলেন, চিকেন নেক নিয়ে আমরা ভারতকে কোন বিব্রত করেছি কখনো প্রশ্ন রাখেন তিনি।
শহীদ