ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যুদ্ধ প্রস্তুতির মহড়া শুরু তাইওয়ানের

প্রশান্ত মহাসাগরে শতাধিক চীনা জাহাজ

প্রকাশিত: ২০:৪৭, ১০ ডিসেম্বর ২০২৪

প্রশান্ত মহাসাগরে শতাধিক চীনা জাহাজ

.

তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনী ও কোস্ট গার্ডের শতাধিক জাহাজ প্রবেশ করেছে বলে দাবি করেছে তাইপে। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির মহড়া শুরু করেছে তাইওয়ান। খবর রয়টার্সের।
মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহ খানেক আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। যাত্রাপথে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়াম অঞ্চলেও সফর করেন তিনি। এই সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাইপের স্বাধীনতা অর্জনের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়তার সঙ্গে দমন করার হুঁশিয়ারি দেয় চীন। সেই উদ্দেশ্যেই যেন এবার কাজ শুরু করল শি প্রশাসন। মঙ্গলবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে চীনা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের শতাধিক জাহাজ। চীনের এই মহড়াকে আলাদাভাবে দেখছে তাইওয়ান। তাইওয়ানের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বর্তমানে তাইওয়ান, দক্ষিণ জাপানি দ্বীপপুঞ্জ এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরের কাছাকাছি জলসীমায় শতাধিক নৌবাহিনী ও কোস্টাগার্ডের জাহাজ রয়েছে। এরমধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ছিল নৌবাহিনীর জাহাজ। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সাড়া দেয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন মহড়ায় চীনের বড় কোনো পরিকল্পনার আভাস মিলছে। যার উদ্দেশ্য হতে পারে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে দেয়া। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান ঘিরে অনেক জাহাজ মোতায়েন করেছে চীন। ২০২২ সালে ওই এলাকায় চীনের চালানো সামরিক মহড়ার তুলনায় আরও বেশি বড় পরিসরে এসব জাহাজ মোতায়েন করা হয়েছে। 
২০২২ সালের সামরিক মহড়াকে এ যাবৎকালে চীনের সবচেয়ে বড় যুদ্ধ যুদ্ধ খেলা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুন লি ফাং বলেন- ওকিনাওয়া, তাইওয়ান এবং ফিলিপিন্সকে সংযোগকারী ফার্স্ট আইল্যান্ড চেইন ঘিরে চীনা যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ ও অন্য জাহাজ মোতায়েনের সংখ্যা ২০২২ সালকে ছাড়িয়ে গেছে। ওই বছর মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় বেজিং ওই মহড়া চালিয়েছিল। তাইওয়ানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার এএফপিকে বলেন, চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের শতাধিক জাহাজ এখন পূর্ব চীন সাগর, তাইওয়ান প্রণালি এবং দক্ষিণ চীন সাগরের পানিসীমায় অবস্থান করছে। এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, তারা মঙ্গলবার ভোর ছয়টা বাজার আগের ২৪ ঘণ্টায় দ্বীপ এলাকাটির আশপাশে ৪৭টি চীনা যুদ্ধবিমান ও ১২টি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে। অবশ্য এই সপ্তাহে ওই এলাকায় চীনের যত যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে, সে সংখ্যাটা ২০২২ সালের মতো নয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে ওই উত্তেজনা তৈরি হয়েছিল। তখন তাইওয়ান ঘিরে ব্যাপক আকারে সামরিক মহড়া চালিয়েছিল বেজিং। ওই বারই প্রথম তাইওয়ানের এত কাছে চীনের মহড়া হয়েছিল। তাইওয়ান উপকূল থেকে ২০ কিলোমিটারের কম দূরত্বের মধ্যেও কিছু মহড়া হয়েছে। 

জোবায়ের আহমেদ

×