ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মরুভুমিকে জাদুকরী উপায়ে সবুজায়ন করতে যাচ্ছে সৌদি

প্রকাশিত: ১৭:৩১, ১০ ডিসেম্বর ২০২৪

মরুভুমিকে জাদুকরী উপায়ে সবুজায়ন করতে যাচ্ছে সৌদি

ছবি: সংগৃহীত

মরুভূমি মানেই কি শুধু বালু আর খা খা রোদ? এতোদিন সৌদি আরবের নাম শুনলেই শুধু বালু আর রুক্ষ প্রকৃতির কথা আসতো। কিন্তু এবার সৌদি বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। যে মরুভূমিতে একসময় জীবন ছিল কল্পনারও অতীত, সেখানে এখন হচ্ছে সবুজের সম্ভাবনা। কিন্তু, মরুভূমির শুষ্ক মাটি কি আসলেই উর্বর হতে পারে? সৌদির বুকে শুরু হয়েছে এমন এক জাদুকরী পরিবর্তন, যেখানে বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে চেষ্ঠা চলছে প্রাণের সঞ্চারের। 

জেদ্দার উত্তরে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা মরুভূমির শুষ্ক মাটিকে সবুজে রূপান্তরের সম্ভাবনা জাগিয়েছে। শুধু সবুজায়ন নয়, দেশটি এসব প্রযুক্তি রপ্তানি করে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে। 

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র জল পুনঃচক্রায়নের মাধ্যমে শক্তির খরচ কমানো হচ্ছে। এখানে মাইক্রোজৈবপদার্থ ব্যবহারের মাধ্যমে বর্জ্য জল পরিশোধন করা হচ্ছে, যা পরিবেশবান্ধব উপায়ে শক্তি উৎপাদন করতে সক্ষম। একই সঙ্গে, এই জল ব্যবহার করে মরুভূমির বৃক্ষায়নও সম্ভব হচ্ছে।

অন্যদিকে, সৌদি আরবের মরুকরণ রোধে 'মধ্যপ্রাচ্য গ্রীন উদ্যোগ' নামে একটি প্রকল্প চলছে, যার আওতায় ১০ বিলিয়ন গাছ রোপণের লক্ষ্য রয়েছে। এর জন্য পানি এবং মাটি ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা দাবি করেছেন যে, সৌদি আরবের মরুভূমি সেচ ব্যবস্থার মাধ্যমে উর্বর জমিতে পরিণত হতে পারে।

তবে, সৌদি আরবের শক্তি খাতে তার দীর্ঘদিনের নির্ভরতা এবং তেল রপ্তানির বিষয়ে সমালোচকরা এসব উদ্যোগকে 'গ্রিনওয়াশিং' হিসেবে চিহ্নিত করছেন, যা প্রকৃত পরিবেশবান্ধব পরিবর্তন আনতে ব্যর্থ হতে পারে।

শিহাব

×