ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

মদের আসর থেকে অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

প্রকাশিত: ১৮:৫৪, ৯ ডিসেম্বর ২০২৪

মদের আসর থেকে অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

মদের আসর থেকে অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

একটি মদের আসর থেকে ১২০ জনের বেশি মানুষকে অন্তর্বাস পরা অবস্থায় আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্যাংককে। 

সোমবার (৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক জানান, রবিবার সকালে একটি হোটেল কক্ষে মাদকের পার্টি চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।

অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদক পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটকদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। তবে আটকদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন।

মাদক রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাসমিম

×