সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে তার ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। রোববার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসাদ একটি প্লেনে করে অজ্ঞাত গন্তব্যে পাড়ি জমিয়েছেন।বিদ্রোহীরা ইতোমধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে বলে দাবি করেছে। তারা শহরের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করার কথাও জানিয়েছে।
দামেস্কে উদযাপন
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েছে। অনেকে গাড়ি এবং পায়ে হেঁটে উমাইয়াদ স্কয়ারে জমায়েত হয়ে ‘স্বাধীনতা’র স্লোগান দিচ্ছে।
একটি ভিডিও, যা আল-জাজিরা যাচাই করেছে, তাতে দেখা যায়, উমাইয়াদ স্কয়ারে একটি পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে মানুষ উদযাপন করছে এবং আনন্দের গান গাইছে।বিদ্রোহীদের এই বিজয়কে তারা একটি ‘নতুন যুগের সূচনা’ হিসেবে ঘোষণা করেছে। তবে বাশার আল-আসাদের ভবিষ্যৎ এবং সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখনো অনিশ্চিত।
রাজু