ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সৌদি প্রবাসী কর্মীরা বেতন না পেলে শাস্তি পাবেন নিয়োগকর্তা

প্রকাশিত: ০০:৩৯, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৮, ৮ ডিসেম্বর ২০২৪

সৌদি প্রবাসী কর্মীরা বেতন না পেলে শাস্তি পাবেন নিয়োগকর্তা

ছবি: সংগৃহীত।

সৌদি আরব প্রবাসী কর্মীদের নির্ধারিত সময় অনুযায়ী বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে। বিদেশি কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করতে সৌদি আরব সরকার ওয়েজ প্রোটেকশন সিস্টেম (ডাব্লিউপিএস) কার্যকর করেছে।

এই নতুন নিয়মের আওতায়, যদি নিয়োগকর্তারা তাদের কর্মীদের বেতন নির্ধারিত সময়ে প্রদান না করেন, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের ওয়েজ প্রোটেকশন সিস্টেম (ডাব্লিউপিএস) একটি ইলেকট্রনিক ট্র্যাকিং পদ্ধতি হিসেবে কাজ করে, যার মাধ্যমে কর্মীদের বেতন-ভাতা নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে হয়।

ডাব্লিউপিএসে কর্মী ও নিয়োগকর্তার ডাটা সংরক্ষণ করা হয়, এবং এ সিস্টেমে চুক্তি অনুযায়ী কর্মীরা নির্ধারিত বেতন পাচ্ছেন কিনা তা মনিটর করা হয়। এই তথ্য সৌদি শ্রম মন্ত্রণালয় নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। যদি নিয়োগকর্তারা সময়মতো বেতন না দেন, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ২৭ লাখ ৯০ হাজার ৪২৫ জন বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে সাধারণ খাতে ২১ লাখ ১ হাজার ৫৯০ জন পুরুষ কর্মী এবং ১৯ হাজার ৮৭৩ জন নারী কর্মী কাজ করছেন। গৃহকর্মী হিসেবে রয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৯৩৪ জন পুরুষ ও নারী, এবং ২ লাখ ৩৫ হাজার ২৮ জন কর্মী গৃহ খাতে নিয়োজিত রয়েছেন।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, "বাংলাদেশি প্রবাসীরা বহু দশক ধরে সৌদি আরবের কর্মীবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন। তাদের দক্ষতা সৌদি শ্রমবাজারে ব্যাপক অবদান রেখে চলেছে, যা স্থানীয় কর্মীবাহিনীর পরিপূরক হিসেবে কাজ করছে। তাদের এই অবদান সৌদির উন্নয়ন এবং সামাজিক কাঠামোকে সমৃদ্ধ করেছে।"

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশি কর্মীদের কল্যাণ রক্ষা এবং তাদের অধিকার সংরক্ষণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সৌদি আরবের ওয়েজ প্রোটেকশন সিস্টেম (ডাব্লিউপিএস) প্রবর্তন প্রবাসী শ্রমিকদের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে, যা তাদের আর্থিক অধিকার রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। এটি কর্মী ও নিয়োগকর্তার জন্য ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করছে।"

এখন ডাব্লিউপিএস সিস্টেম সৌদি আরবের প্রতিটি প্রতিষ্ঠান এবং কর্মীকে কভার করছে, যার মাধ্যমে বাংলাদেশিসহ অন্যান্য প্রবাসী কর্মীরা আরো বড় আকারে সুরক্ষা পাচ্ছেন।

নুসরাত

×