ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াবে না, যে ইস্যুতে বললেন ট্রাম্প

প্রকাশিত: ২৩:১৯, ৭ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াবে না, যে ইস্যুতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ার বিদ্রোহী বাহিনী দামেস্কের খুব কাছাকাছি।  শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘খেলা হোক, সিরিয়া সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। দেশটি আমাদের বন্ধু নয়।’

‘সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে, তাদের লড়তে দিন। এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই,’ লিখেন তিনি।

ট্রাম্প বলেন, আল-আসাদের মিত্র রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকায় মনে হচ্ছে সিরিয়ার মধ্য দিয়ে এই আক্ষরিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়, যে দেশটিকে তারা বছরের পর বছর ধরে সুরক্ষিত রেখেছে।

ট্রাম্প বলেন, যদি রাশিয়াকে সিরিয়া থেকে বিতাড়িত করা হয়, তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো হতে পারে। কারণ, সিরিয়ায় রাশিয়ার জন্য কখনোই খুব বেশি সুবিধা হয়নি।’

এদিকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর দামেস্ক শহর ঘিরতে শুরু করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

তাসমিম

×