ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

৩৫ বছরে ১০ গুণ সবুজ হয়েছে অ্যান্টার্কটিকা

প্রকাশিত: ২০:২০, ৫ ডিসেম্বর ২০২৪

৩৫ বছরে ১০ গুণ সবুজ হয়েছে অ্যান্টার্কটিকা

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের নীরব পর্যবেক্ষক হলো বিভিন্ন স্যাটেলাইট। স্যাটেলাইটের সুবিধা হলো, মেরু অঞ্চলীয় মহাসাগরে বরফ গলে যাওয়া বা এর বিভিন্ন খণ্ড ভেঙে যাওয়ার ঘটনা এমনকি সেখানে যেসব জায়গা আগে হিমায়িত অবস্থায় ছিল, সেখানকার গাছপালা জন্মে সবুজ হয়ে যাওয়ার মতো ঘটনাও এদের সাহায্যে সহজেই তুলনা করা যায়। খবর রয়টার্সের।
৩৫ বছরের স্যাটেলাইট ডেটা একত্র করে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। এতে দেখা গেছে, অ্যান্টার্কটিকা ধীরে ধীরে উল্লেখযোগ্য হারে সবুজ হয়ে উঠছে। নাসা ও মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে মহাকাশে নিজেদের প্রথম ল্যান্ডস্যাট পাঠিয়েছিল ১৯৭৫ সালে। এরপর থেকে তারা আরও আটটি ল্যান্ডস্যাট পাঠিয়েছে, যেখানে সবচেয়ে সাম্প্রতিক ল্যান্ডস্যাট ৯’র উৎক্ষেপণ ঘটেছে ২০২১ সালে। ল্যান্ডস্যাট ডেটা এমন বিশেষ ধরনের ডেটা, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় তা ফুটে ওঠে। আর এর মধ্যে রয়েছে লাখ লাখ ছবিও। এইসব ল্যান্ডস্যাট বনে আগুন জ্বলতে, শহুরে অঞ্চলের বিস্তৃতি ঘটতে এমনকি বরফের গ্লেসিয়ার গলতেও দেখেছে। এ ছাড়াও অন্যান্য বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায় পৃথিবী। বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচার জিওসায়েন্সে প্রকাশিত সাস্টেইন্ড গ্রিনিং অফ দ্য অ্যান্টার্কটিক পেনিনসুলা অবজার্ভড ফ্রম স্যাটেলাইটস শীর্ষক সাম্প্রতিক গবেষণায় ল্যান্ডস্যাট ৫ থেকে ল্যান্ডস্যাট ৮ পর্যন্ত রেকর্ড করা ডেটা ব্যবহার করা হয়েছে।

×