ভারতে গরু নিয়ে যত আজগুবি বিশ্বাস প্রচলিত আছে, তা বোধহয় আর বিশ্বের অন্য কোথাও নেই।
এ যেমন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ২০১৯ এর জুলাই মাসের একটি জনসভায় গরু নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য৷
তিনি বলেন, ‘‘বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে গরুই একমাত্র প্রাণী যে একাধারে অক্সিজেন নিশ্বাসের সাথে বাতাস থেকে গ্রহণ করে ও শ্বাস ছাড়ার সাথে তা পরিত্যাগও করে৷
আবার বিজেপির আরেক নেতা বলেছিলেন গোমূত্র পান করে নাকি ক্যান্সারমুক্ত হয়েছেন তিনি৷ পরে যদিও ড. এস এস রাজপুত, যিনি প্রজ্ঞার একটি অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন, জানান যে প্রজ্ঞার ক্যান্সার রয়েছে এমন কোনো তথ্যউপাত্ত তাঁর মেডিকাল রিপোর্টে পাওয়া যায়নি৷
২০২১ সালে ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছিলেন, গোমূত্র এবং গোবর দিয়ে দেশের আর্থিক উন্নতি সম্ভব। এক অনুষ্ঠানে তিনি বলেছিনেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিকভাবে প্রয়োগের।
আবার ভারতের আরেক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন,গরুর দুধে সোনা আছে।
তার এই বক্তব্যের পরেই মিম-আক্রমণের শিকার হয়েছিলেন দিলীপ ঘোষ। পরে অবশ্য নিজের দাবির সমর্থনে পোল্যান্ডের এক গবেষণা পত্র সামনে নিয়ে এলেন তিনি। সেই গবেষণায় দাবি করা হয়েছে, গরুর দুধে সত্যি সত্যি নানা মিনারেলসের মধ্যে সোনাও রয়েছে। সেদিন দিলীপ ঘোষ দ্য ওয়ালকে বলেন, "আমি কখনওই বলিনি যে, দুধ থেকে সোনা পাওয়া যায় বা সোনা তৈরি হয়। আমি বলেছি, দুধে সোনার ভাগ রয়েছে। সেটা যে ঠিক তার বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে।
ফুয়াদ