ছবি: সংগৃহীত।
ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সংগঠনটি জানায়, সাম্প্রতিক অস্থির পরিস্থিতির প্রভাব সত্ত্বেও তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা প্রদান অব্যাহত রাখবে। এছাড়া, দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো ব্যবসায়িক ক্ষতি না হয়, সে বিষয়েও সতর্ক করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স।
বুধবার কলকাতায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে আইএমএ-এর পশ্চিমবঙ্গ শাখা। সম্মেলনে অংশ নেন আইএমএ পশ্চিমবঙ্গ শাখার সদস্য এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী।
তারা বলেন, ‘‘চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীরা সকলেই সমান, তাদের জাত, ধর্ম বা দেশের ভিত্তিতে চিকিৎসা প্রদান বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’ তারা আরো বলেন, চিকিৎসকরা সর্বদা রোগীর সুস্থতার কথা চিন্তা করে কাজ করেন, এবং তাদের দায়িত্ব হল সকল রোগীর সেবা করা, কোন জাতি বা দেশের ভিত্তিতে না।
আইএমএ সদস্যরা আরও উল্লেখ করেন যে, ‘‘ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়া কিংবা তাদের প্রতি কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না।’’ তারা আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতা শিগগিরই কাটবে এবং তারা যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবেন।
নুসরাত