উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে
ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদেরাকে উত্তর প্রদেশের সম্ভলে যেতে দিল না রাজ্যের পুলিশ। বুধবার সকালে যাত্রা করলেও দিল্লি-উত্তর প্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হলো তাদের গাড়িবহর। খবর এনডিটিভির।
রাজ্য পুলিশের জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা। সম্ভলের জামা মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোনো রাজনীতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। রাহুল-প্রিয়াঙ্কার গাড়ি বহর আটকে দেওয়ার ফলে বুধবার দিনভর দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অচল হয়ে পড়ে। দেখা দেয় ব্যাপক যানজট। সীমান্তে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদের তলায় হিন্দু মন্দির আছে দাবি জানিয়ে নিম্ন আদালতে এক আবেদন জমা পড়েছিল। আবেদনের আরজি, মসজিদে জরিপ করা হলেই দাবির সত্যতা নিরূপণ করা সম্ভব হবে। আবেদন গ্রহণ করে নিম্ন আদালত জরিপের নির্দেশ দিলে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাতে মারা যান পাঁচজন। সেই থেকে সেখানে উত্তেজনা রয়েছে। হিংসা ছড়ানোর অভিযোগে সম্ভল থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির (এসপি) লোকসভা সদস্য জিয়া উর রহমান ও সেই দলের স্থানীয় বিধায়ক সোহেল ইকবালসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।