ছবি: সংগৃহীত।
ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একটি টানাপড়েনের মধ্যে রয়েছে। রাজনৈতিক কারণে বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল। তবে ভারতের একটি হাসপাতাল এই পরিস্থিতিতে ভিন্ন পথ অবলম্বন করেছে। তারা বাংলাদেশিদের বয়কটের পরিবর্তে তাদেরকে অতিথি হিসেবে গ্রহণ করে আপ্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার। হাসপাতালের সুপার ড. সুশান্ত সেনগুপ্ত এবং ট্রাস্টের সম্পাদক দীপক সরকার বুধবার (০৪ ডিসেম্বর) এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
বাংলাদেশি রোগীদের বয়কট প্রসঙ্গে তারা বলেন, "যেসব রোগী বৈধভাবে ভারতে চিকিৎসা নিতে আসছেন, তাদের কেন চিকিৎসা সেবা প্রদান করা হবে না? মানবিক দৃষ্টিকোণ থেকে এবং চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব হলো রোগীকে ফিরিয়ে না দেওয়া।"
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি কিছুটা সংকটপূর্ণ হওয়ায় অনেক রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে হাসপাতালটি যেখানে প্রায় ২ শতাংশ বাংলাদেশি রোগী চিকিৎসা গ্রহণ করে, তাদের পাশে দাঁড়িয়ে ১০ শতাংশ মানবিক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ছাড়টি আপাতত নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য নয়, বরং অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে।
নুসরাত