সেনাদের বন্দুকের মুখেও অনড় দক্ষিণ কোরিয়ার এক নারী আহ্ন গাই-রিওং (৩৫)। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল সামরিক আইন জারি করার পর সেনারা এমপি ও অন্যদেরকে পার্লামেন্টের ভিতরে প্রবেশে বাধা দিচ্ছিলেন।
ঠিক সেই মুহূর্তে একজন নারী সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে যান। দুই হাতে সেনাদের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টায় দেখা যায় তাকে। এ ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আহ্ন গাই-রিওং বলেন, আমি শুধু পরিস্থিতিকে থামাতে চেয়েছি।
মঙ্গলবার রাত ১১টার সময় পার্লামেন্ট এলাকায় উপস্থিত হন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র ৩৫ বছর বয়সী আহ্ন গাই-রিওং। তখন মাথার ওপর চক্কর দিচ্ছে হেলিকপ্টার। তাদেরকে যাতে কেউ শনাক্ত করতে না পারে, সেজন্য সব লাইট বন্ধ করে দেন।
তিনি যখন পার্লামেন্টের মূল ভবনের কাছে পৌঁছান তখন কর্মকর্তা, সহযোগী এবং নাগরিকদের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী আরও অগ্রসর হওয়ার চেষ্টা করলে সামনে এগিয়ে যান আহ্ন গাই-রিওং।
তিনি বলেন, সত্যি বলছি প্রথমে আমি ভয় পেয়েছিলাম। কিন্তু এমন মুখোমুখি অবস্থা দেখে ভেবেছি আর নীরব থাকতে পারি না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কোরিয়ায় এসব ঘটছে। এতে হৃদয় ভেঙে যায়। হতাশা বাড়ে।
এসআর