ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি

প্রকাশিত: ০১:২২, ৪ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ভবনের সামনে পুলিশের অবস্থান। ছবি: এপি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল দেশে জরুরি সামরিক শাসন জারি করেছেন।

আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন বার্তায় তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনী থেকে দেশকে রক্ষা ও রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূলের জন্য এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

অবস্থা পর্যবেক্ষণে দেশব্যাপী সামরিক বাহিনী মোতায়েন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

সামরিক শাসনের ঘোষণার পরপরই দেশের বিভিন্ন শহরে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

মার্কিন হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার 'পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে'। 

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে সামরিক আইন প্রত্যাহার করা যেতে পারে। তবে সেখানে বিরোধী ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ। 

টিভি ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা পার্লামেন্ট ভবনের প্রবেশপথ ঘিরে রেখেছে।

এসআর

×