ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

ইমরান-বুশরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ১৬:২২, ৩ ডিসেম্বর ২০২৪

ইমরান-বুশরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান ও তার স্ত্রী বুশারা বিবির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোনায়া জারি করেছে।

তালিকায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোরসহ আরও পাকিস্তান তেহরিক- ইনসাফের (পিটিআই) বিভিন্ন পর্যায়ের ৯৩ জন নেতা রয়েছেন।

বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান।

 তার স্ত্রী বুশরা বিবি আলোচিত তোশাখানা মামলার আসামি হিসেবে মাস কারাবাসের পর গত নভেম্বরে জামিন পেয়েছেন।

বুশরা জামিন লাভের অল্প কিছু সময়ের মধ্যে ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ আন্দোলন করেন পিটিআই সমর্থকদের সাথে।

তবে বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপোর এবং বুশরা বিবি ব্যাতীত দলের অন্য কোনো নেতাকে দেখা যায়নি। আর ২৭ তারিখ কর্মসূচি শেষ হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন বুশরা বিবি।

তানজিলা

×