ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের লড়াই

প্রকাশিত: ১৪:০৪, ৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের লড়াই

রাশিয়ার কুরস্ক অঞ্চলের ভোরে ইউক্রেন সেনারা হামলা করে।

গত রবিবার ভোরে পাঁচজন রুশ সেনা অগ্রসর হতে চেষ্টা করেছিল, কিন্তু তারা ড্রোনের হামলায় আহত এবং অনেকে নিহত হয়। 

ইউক্রেনের ব্যাটালিয়নের ইউনিট কমান্ডার অলেকসান্দ্র সুমি শহরের একটি ক্যাফে থেকে এই সংঘর্ষের বর্ণনা দিয়ে বলেন, মনে হচ্ছিল তারা অসংখ্য জনবল নিয়ে এসেছিল।

অলেকসান্দ্র এবং তার সঙ্গে বসা তার দুই সহকর্মী গোলাগুলির শব্দে শ্রবণশক্তিহীন হয়ে পড়েছেন। তারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আগস্টে কুরস্কে আক্রমণটি ইউক্রেনের জন্য একটি বিরল কৌশলগত সাফল্য হিসেবে চিহ্নিত হয়, যদিও এ আক্রমণে ব্যাপক জনবল এবং ট্যাঙ্কের ব্যবহার নিয়ে সমালোচনা রয়েছে, যা পূর্বাঞ্চলীয় ডনবাস ফ্রন্টে রাশিয়ার অগ্রগতিতে ঘাটতি সৃষ্টি করেছে বলে অভিযোগ। 

কুরস্ক অপারেশনের সমর্থকরা বলছেন,এই অঞ্চলটি বসন্ত পর্যন্ত ইউক্রেনের দখলে থাকলে, ডনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনায় কিয়েভ সুবিধা পাবে।

অলেকসান্দ্র তার ইউনিটের স্থিতিশীলতার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও উদ্দেশ্য সম্পর্কে অনিশ্চিত।

তানজিলা

×