ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

আবারও উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

প্রকাশিত: ১৩:৩৫, ৩ ডিসেম্বর ২০২৪

আবারও উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি

লোকসভার বিতর্কে আদানি ইস্যু, সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আবারও মূলতবি হলো ভারতের পার্লামেন্টের দুই কক্ষের অধিবেশন।

 

সোমবার (২ ডিসেম্বর) লোকসভার বিতর্কে আদানি ইস্যু, সাম্প্রদায়িক দাঙ্গাসহ বিভিন্ন ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের মুখে স্থগিত করা হয় অধিবেশন।

অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও  আদানি ইস্যু নিয়ে কংগ্রেস কথা বলতে চাইলে শুরু হয় হট্টগোল। এরপরই স্থগিত হয় সোমবারের অধিবেশন।

এর আগে, গত সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আলোচনার দাবি জানায় প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন দলগুলো। সেদিনও একভাবে স্থগিত হয় অধিবেশন।

 

ফুয়াদ

×